রুনির সমালোচনা /

ইউনাইটেড খেলোয়াড়দের হয়ে টেন হাগের জবাব

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪, ১৫:৫৮
শেয়ার :
ইউনাইটেড খেলোয়াড়দের হয়ে টেন হাগের জবাব

মৌসুমজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের বড় একটি সমস্যা ছিল ইনজুরি। রেড ডেভিলসদের কোচ এরিক টেন হাগকে প্রায় প্রত্যেক ম্যাচেই একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে। কয়েকদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় ওয়েইন রুনি ইনজুরি নিয়ে দলটির কিছু খেলোয়াড়কে দায় দিয়েছেন। তবে খেলোয়াড়দের হয়েই রুনির কথার জবাব দিলেন টেন হাগ। 

গত রবিবার আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হারের পর রুনি দাবি করেছিলেন, ইউনাইটেডের ইনজুরির তালিকায় থাকা খেলোয়াড়দের মধ্যে অনেকে খেলার জন্য যথেষ্ট ফিট। তবে তারা দায়িত্ব এড়িয়ে যেতে চাচ্ছেন। আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলিতে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। সেই ম্যাচের আগে খেলোয়াড়দের ফিট পাওয়া যাবে বলেও মনে করেন রুনি। 

ইউনাইটেড কোচ দাবি করেছেন, ম্যাচে ফিরতে পারেন লিয়েসান্দ্রো মার্তিনেস, ব্রুনো ফের্নান্দেস, মার্কাস রাশফোর্ড, রাফায়েল ভারানে ও ভিক্টর লিনডেওলফের মতো তারাকারা এবং তাদের খেলার প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। 

সাংবাদিকদের টেন হাগ বলেছেন , ‘আপনাকে ক্যারিংটনে (ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং গ্রাউন্ড) এসে দেখতে হবে, খেলোয়াড়রা খেলার জন্য মরিয়া। আমি মার্তিনেসকে দেখেছি, ব্রুনোকে দেখেছি, খেলার জন্য গত রবিবার তারা ফিটনেস পরীক্ষা দিয়েছে। যা করা সম্ভব রাশফোর্ড তার সবই করেছে। গত সপ্তাহেও সে অনুশীলন করেছে কিন্তু খেলতে পারেনি। খেলোয়াড়রা খেলার জন্য মরিয়া। তারা তাদের ছন্দে আসতে চায়। আপনি লিনডেওলফ, ভারানেদেরও দেখেন, তারা ফাইনালে (এফএ কাপ) খেলার জন্য অনুশীলনে উপস্থিত হচ্ছে। আপনি তাই করবেন, যা আপনি করতে পারেন।’

সিটির বিপক্ষে ফাইনালের আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে নিউক্যাসল ও ব্রাইটনের মাঠে খেলতে যাবে। মার্তিনেস, রাশফোর্ড ও ফের্নান্দেসের সেই ম্যাচে খেলার অল্প সম্ভাবনা রয়েছে। লিনডেওলফ, ভারানে, ম্যাসন মাউন্ট ও হ্যারি ম্যাগুয়ের; ওয়েম্বলিতে খেলার জন্য লড়াই করে যাচ্ছে। তবে লুক শ, টাইরেল ম্যালাসিয়া ও অ্যান্থনি মার্শিয়াল খেলতে পারছেন না।