৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলা
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব প্রতিযোগিতায় ফিরছে অ্যাস্টন ভিলা। গতকাল মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির জয়ে নিশ্চিত হয়ে গেছে তাদের উয়েফা চ্যাম্পিয়নস লিগ প্রত্যাবর্তন। টটেনহাম হটস্পারের মাঠে সিটি জিতেছে ২-০ গোলে।
আশির দশকের শুরুর দিকে সোনালি সময় পার করেছে অ্যাস্টন ভিলা। এরপর কোথায় যেন হারিয়ে গেছে দলটি। অবশেষে সুদিন ফিরছে তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুম অ্যাস্টন ভিলা শেষ করতে যাচ্ছে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে।
৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। অর্থাৎ শেষ ম্যাচে উত্তর লন্ডনের ক্লাবটি জিতলেও অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলতে পারবে না। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে সিটি।
শেষবার ইউরোপের এলিট ক্লাব টুর্নামেন্টে ১৯৮২-৮৩ মৌসুমে খেলেছিল অ্যাস্টন ভিলা। তার আগের মৌসুমে দলটি জেতে স্বপ্নের ইউরোপ সেরার প্রথম মুকুট। তখন এই প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ। ১৯৯২ সালে টুর্নামেন্টের নাম পরিবর্তন করে রাখা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
ইংলিশ ফুটবলের জায়ান্ট ক্লাব অ্যাস্টন ভিলা। সাতবারের চ্যাম্পিয়ন তারা। এ ছাড়া ১০ মৌসুম রানার্সআপ হয়েছে তারা। ১৯৮১ সালে শেষবার ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বার্মিংহামের ক্লাবটি।