কলকাতার পর রাজস্থান, বাকি ২ জায়গার জন্য ৫ দলের লড়াই
চলমান আইপিএলে প্লে-অফে যাওয়ার জন্য বেশ কয়েকটি দলের লড়াই জমে উঠেছে। যেখানে গতকাল না খেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের কাছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস হারায় সাঞ্জু স্যামসনরা সুখবর পান। আজ বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামবে রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে এই মৌসুমে প্লে-অফে উঠল রাজস্থান।
রাজস্থান আইপিএলের শুরু থেকে ধারাবাহিক ভাবে ভালো খেললেও হঠাৎ সেই ছন্দ হারিয়েছে। টানা তিনটি ম্যাচে হেরেছে তারা। আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে সাঞ্জুদের। তবে কলকাতার পাশাপাশি রাজস্থান একমাত্র দল যারা সর্বোচ্চ ২০ পয়েন্ট পেতে পারে।
টুর্নামেন্টে ১২ ম্যাচে এখন রাজস্থানের পয়েন্ট ১৬। দু’টি দল এখনও ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তারা হল চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার পাঞ্জাবকে হারাতে পারলে রাজস্থানের প্রথম দুইয়ে শেষ করা প্রায় নিশ্চিত হয়ে যাবে। গোয়াহাটিতে এ দিন ‘হোম ম্যাচ’ খেলতে নামবে তারা।
এদিকে বুধবারের পর শনিবার একই মাঠে কলকাতার বিপক্ষে খেলতে নামবে রাজস্থান। কলকাতা আগেই প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করেছে। বুধবার জিতলে শনিবারের ম্যাচে কোয়ালিফায়ার ওয়ানের প্রস্তুতি নিতে পারবে দু’দলই।
প্লে-অফের বাকি দুটি জায়গার জন্য লড়াই চলবে চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌ এর মধ্যে। চেন্নাই, হায়দরাবাদ, দিল্লির পয়েন্ট সমান ১৪ করে। তবে হায়দরাবাদ ১২, চেন্নাই ১৩ ও দিল্লি ১৪টি ম্যাচ খেলেছে। ব্যাঙ্গালুরু ও লক্ষ্ণৌর ১৩ ম্যাচে ১২ করে পয়েন্ট।