৬ গোলের রোমাঞ্চে লিভারপুলকে রুখে দিল অ্যাস্টন ভিলা
ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে রুখে দিল অ্যাস্টন ভিলা। খেলার শেষ দিকে বদলির বদলি নেমে জোড়া গোল করেন জন দুরান। আর তাতেই ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে ভিলা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার পথে আরও একটি এগিয়ে গেল দলটি।
সোমবার রাতে ভিলার মাঠে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন ইউরি তিয়েলেমান্স। পরে কোডি হাকপো ও জ্যারেল কোয়ানসার গোলে জয়ের সম্ভাবনা জোরাল হয় লিভারপুলের। কিন্তু, শেষ দিকে জোড়া গোলে সবকিছু পাল্টে দেন দুরান।
লিগে এই ড্রয়ের পর ৩৭ ম্যাচে ২০ জয় ও আট ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিলা। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার।
টটেনহ্যামের (১২) চেয়ে এখন পর্যন্ত গোল পার্থক্যেও বেশ শক্ত অবস্থানে ভিলা (২০); তাই অতি নাটকীয় কিছু না হলে শেষ রাউন্ডে হার এড়ালেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেয়ে যেতে পারে উনাই এমেরির দল।
লিভারপুল ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে তাদের থেকে এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।