রাহুলের সঙ্গে গোয়েনকার আচরণ যেন ‘চায়ের কাপে ঝড়’

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৪, ২০:৩৩
শেয়ার :
রাহুলের সঙ্গে গোয়েনকার আচরণ যেন ‘চায়ের কাপে ঝড়’

লখনৌ সুপার জায়ন্টসের অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে বাউন্ডারির বাইরে উত্তেজিত হয়ে কথা বলছেন দলটির মালিক সঞ্জীব গোয়েনকা। ক্রিকেট দর্শকরা সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েনকাকে ধুয়ে দিচ্ছেন ক্রিকেটের সাবেক তারকাসহ সাধারণ দর্শকরা। তবে বিষয়টিকে সাধারণভাবেই দেখছেন লখনৌয়ের সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। তিনি একে আখ্যায়িত করেছেন ‘চায়ের কাপে ঝড়’ হিসেবে। 

গত বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর রাহুলের সঙ্গে গোয়েনকা রুঢ় আচরণ করেন। ক্লুসনার বিষয়টি নিয়ে বলেন, ‘ক্রিকেট ভালোবাসে এমন দুইজনের মধ্যে এমন দৃঢ় আলোচনায় আমি কোনো সমস্যা দেখি না। তাই আমাদের জন্য এটা মনে হয় চায়ের কাপে ঝড়। আমরা এমন দৃঢ় আলোচনা ভালোবাসি। আমার মনে হয় এভাবেই কোনো দল ভালো করে। তাই, এটা আমাদের জন্য বড় কোনো বিষয় না।’

চলতি আইপিএল মৌসুমে এখনো পর্যন্ত ৪৬০ রান করেছেন রাহুল। ১৩৬.০৯ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন লখনৌ অধিনায়ক। এটি চাপ সৃষ্টি করছে মার্কাস স্টোয়নিস ও নিকোলাস পুরানের মতো অলরাউন্ডারদের ওপর। তবে ক্লুসনার কথা বললেন রাহুলের পক্ষেই। 

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘কেএল তার নিজস্ব স্টাইলে ব্যাট করে, যেটা তাকে বিশ্বব্যাপী দারুণ ক্রিকেটার ও সম্মানিত হিসেবে পরিচিত করেছে। আমার মনে হয় এই আইপিএল তার জন্য ব্যতিক্রমভাবে কঠিন যাচ্ছে কারণ আমরা এমন সময়ে উইকেট হারাচ্ছি, যার ফলে (রাহুল) সে তার পছন্দ অনুযায়ী ব্যাটিং করতে পারে না। সে মনে হয় অনুভব করে তাকে সবসময় দলকে পুনর্গঠন করতে হবে।’

রাহুল শিঘ্রই বড় ইনিংস খেলবে বলেও বিশ্বাস ক্লুসনারের, ‘রাহুলের চারপাশের ব্যাটিং ইউনিট হিসেবে, আমাদের যতটুকু ভালো করা কথা সেটা আমরা পারিনি। এটা তার জন্য কঠিন বাস্তবতা। এই বিষয়ে আমরা কথাও বলেছি---আমরা কঠিন সময়ে উইকেট হারিয়েই চলছি।’

সবকিছু ভুলে আইপিএলের শিরোপা জয়ই এখন ক্লুজনারের কাছে মুখ্য, ‘দল হিসেবে আমরা আইপিএল জিততেই চাই। (আইপিএল জিততে) আমাদের সম্ভবত টানা পাঁচ ম্যাচ জিততে হবে। আরসিবি এরই মধ্যে টানা পাঁচ ম্যাচ জিতে দেখিয়েছে। তাই এটা প্রমাণিত যে এটা অবশ্যই সম্ভব।’