‘আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ ইউনাইটেড দল এটি’

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৪, ১৭:০৮
শেয়ার :
‘আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ ইউনাইটেড দল এটি’

আরও একটি বাজে মৌসুম কাটাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় প্রিমিয়ার লিগ শেষ করার পথে দলটি। এরই মধ্যে রেকর্ড ১৩টি ম্যাচে হেরেছে। সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে এরিক টেন হাগের দল গোল খেয়েছে ৭১টি। ১৯৭১ সালের পর আর এমন বিপর্যয় দেখেনি ম্যানেচেস্টারের ক্লাবটি। 

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে গ্রুপপর্বেই। কয়েকদিন আগেই ক্রিস্টাল প্যালেসের মতো দলের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে। আর সর্বশেষ আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগে হেরে নিজেদের আরও শোচনীয় অবস্থা জাহির করল দলটি। 

ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ও বর্তমানে ফুটবল বিশ্লেষক অ্যালান শিয়েরার তো বলেই দিলেন, এত বাজে ম্যানচেস্টার ইউনাইটেড আর কখনো দেখেননি তিনি। এমনকি সেটি তাদের পূর্ণ শক্তির দল হলেও। 

৫৪ বছর বয়সী শিয়েরার বলেন, ‘আমার মনে হয় আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ ম্যানচেস্টার ইউনাইটেড দল এটি। আপনি তাদের প্রচেষ্টাকে দোষ দিতে পারেন না, তারা চেষ্টা করেছে (আর্সেনালের বিপক্ষে)। কিন্তু সামর্থ্যের বিচারে... আমি জানি তাদের দলে অনেক ইনজুরি, কিন্তু আমি যদি তাদেরকে আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ দল বলি, তাহলে বিতর্ক করবেন?’

---অ্যালান শিয়েরার

ইনজুরি অবশ্যই বড় একটি সমস্যা। চলতি মৌসুমে ৬০ বারেরও বেশি বার প্রথম সারির পূর্ণ শক্তির দল ছাড়াই একাদশ নামিয়েছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ইনজুরির কারণে দলটির সব খেলোয়াড় মিলিয়ে ২৩৩টি ম্যাচ মিস করেছেন। তাদের চেয়ে বেশি ২৫৫ ম্যাচ ব্রেন্টফোর্ড, ২৫৮ ম্যাচ নিউক্যাসল ও ৩০৯ ম্যাচ চেলসির খেলোয়াড়রা খেলতে পারেননি। 

শিয়েরার মনে করেন ইউনাইটেড এতই পিছিয়ে আছে যে তাদের ফিরে আসতে বেশ সময় লাগবে, ‘তারা এত দীর্ঘ সময় ধরে পতনের মধ্যে রয়েছে যে তাদের কাছাকাছি কোথাও যেতে অনেক সময় লাগবে। তারা এটি থেকে মাইল মাইল দূরে। এমনকি যারা ইনজুরিতে আছে তারা পূর্ণ ফিট হলেও ম্যানচেস্টার সিটি, লিভারপুল কিংবা আর্সেনালের মতো চ্যালেঞ্জিং দল হয়ে উঠতে অনেক সময় লাগবে।’