গুরুতর অভিযোগ ওঠার পর বিদেশে পালালেন টেনিস তারকা
বড়সড় কর ফাঁকির অভিযোগ উঠেছে ইতালির টেনিস তারকা ক্যামিলা জিওর্জির বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর আর দেশেই থাকেননি তিনি। ইতালির গণমাধ্যম লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তোর খবর, তদন্ত এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন তিনি। সেখানে বাস করেন ক্যামিলার বাবা-মা ও দুই ভাই।
দেশ ছেড়ে পালানো নিয়ে ঘটনাপ্রবাহের মাঝেই আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিয়েছেন ক্যামিলা। যদিও অবসরের কোনো কারণ সেসময় উল্লেখ করেননি। পুলিশ, এমনকি আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশনের মাধ্যমেও যোগাযোগ করা যাচ্ছে না ২৬তম র্যাঙ্কিংয়ে ওঠা এই তারকার সঙ্গে।
শুধু ক্যামিলাই নন, কর ফাঁকির অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধেও। কর দেওয়ার ক্ষেত্রে গাফিলতি করেছে তার পরিবার। এরই মধ্যে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে ইতালীয় পুলিশের শীর্ষ দপ্তর।
এদিকে কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন ক্যামিলা। গতকাল রবিবার নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই টেনিস তারকা জানান, খেলা থেকে অবসর নিয়েছেন তিনি। তার নামে যেসব অভিযোগ আনা হচ্ছে তার কোনোটিই সত্যি নয়।
তবে বিতর্কে এবারই প্রথম নয়, আরও জড়িয়েছেন ক্যামিলা। ২০২২ সালে কোভিড-১৯ এর ভুয়া ভ্যাকসিন নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে চেয়েছিলেন তিনি। জিওমিলা নামে একটি ফ্যাশন ব্যান্ডেরন মালিকও তিনি।
সর্বশেষ গত মাসে টেনিস কোর্টে দেখা গেছে ক্যামিলাকে। মায়ামি ওপেনে খেলেছেন এই ইতালিয়ান তারকা। যদিও টুর্নামেন্টটি ভালো যায়নি তার। দ্বিতীয় রাউন্ডে ইগা শিয়াওতেকের বিরুদ্ধে ৬-১, ৬-১ সেটে হেরে যান ক্যামিলা।