অর্ধশতকের ইতিহাস গড়ে আরেক রেকর্ডের পথে লেভারকুজেন
ইউরোপের চলতি ফুটবল মৌসুমে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে বায়ার লেভারকুজেন। ইতিমধ্যে ইতিহাস গড়ে জার্মান ফুটবলের সবচেয়ে বড় আসর বুন্দেসলিগা জিতেছে জাভি আলোনসোর অধীনে দলটি। গতকাল বোখুমকে ৫-০ গোলে উড়িয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে লেভারকুজেন।
লেভারকুজেন নিজেদের আগের ম্যাচেই ইউরোপা লিগে রোমার সঙ্গে ড্র করে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বেনফিকার ৫৯ বছর পুরোনো রেকর্ড ভেঙে টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছিল। এবার প্রথম দল হিসেবে ‘ফিফটি’ করে ফেলল তারা।
দলটির সামনে এবার আরও বড় কীর্তি অপেক্ষা করছে। যেখানে আর এক ম্যাচ জিতেলেই এমন এক অর্জন পাবে, যা জার্মান ফুটবলে কখনও গড়তে পারেনি কোনো দল।
এখন পর্যন্ত বুন্দেসলিগার ইতিহাসে কখনও কোনো দল অপরাজিত থেকে লিগ শেষ করতে পারেনি। লেভারকুজেন এবার ৩৩ ম্যাচের ২৭টি জিতেছে, ড্র করেছে ৬টি। আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ইতিহাস গড়ে ফেলবে আলোনসোর দল। প্রথম ক্লাব হিসেবে পুরো মৌসুম অপরাজিত থেকে শিরোপা জেতার নতুন মাইলফলল ছোঁবে লেভারকুজেন।
এর আগে ১৯৮৬-৮৭ ও ২০১২-১৩ মৌসুমে মাত্র একটি লিগ ম্যাচ হেরেছিল বায়ার্ন মিউনিখ। এখন পর্যন্ত সেটিই রেকর্ড হয়ে আছে।
এদিকে আগামী ২২ মে ইউরোপা লিগের ফাইনালে আটালান্টার মুখোমুখি হবে লেভারকুজেন। এর তিনদিন পর জার্মান কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ কাইজার্সলটার্ন। লিগ, ইউরোপা লিগ ও জার্মান কাপ মিলিয়ে সবশেষ ৩ ম্যাচে হার এড়াতে পারলেই পুরো মৌসুম অপরাজিত থেকেই অবিশ্বাস্য এক কীর্তি গড়বে লেভারকুজেন।