তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরল যে রেকর্ড নারাইনের
চলতি আইপিএলে ব্যাটে-বলে দারুণ কাটছে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইনের। ওপেনিংয়ে দলকে ঝোড়ো শুরু এনে দেওয়ার পাশাপাশি বল হাতে রাখছেন কার্যকরী ভূমিকা। এরই মধ্যে চার শতাধিক রান ও ১৫ উইকেটের মালিক হয়ে গেছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। অন্যন্য এই অর্জন দারুণ একটি রেকর্ডও।
আইপিএল ইতিহাসে নারাইন মাত্র তৃতীয় ক্রিকেটার যিনি কোনো একক মৌসুমে চার শ রানের পাশাপাশি ১৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। গতকাল শনিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১ উইকেট নিয়ে বিরল এই রেকর্ড গড়েন নারাইন। ইডেন গার্ডেনসে বৃষ্টির কারণে ১৬ ওভারে পরিণত হওয়া ওই ম্যাচে ১৮ রানের জয় পায় কলকাতা। এর ফলে প্রথম কোনো দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফে উঠল দুইবারের চ্যাম্পিয়নরা।
নারাইনের আগে এই কীর্তি ছুঁয়েছেন শেন ওয়াটসন ও জ্যাক ক্যালিস। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ৪৭২ রানের পাশাপাশি ১৭ উইকেট নিয়েছিলেন অজি তারকা ওয়াটসন। আর ২০১২ সালে কলকাতার হয়ে ৪০৯ রানের পাশাপাশি ১৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
চলতি মৌসুমে এখনো পর্যন্ত ১২ ম্যাচে ৪৬১ রান করেছেন নারাইন। ৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ১টি শতকও এসেছে নারাইনের ব্যাটে। রান তোলার গতিও ছিল দুর্দান্ত, স্ট্রাইকরেট ১৮২.৯৩। নারাইন ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মাত্র ওভারপ্রতি মাত্র ৬.৬৩ হারে রান দিয়ে।