মা দিবসে ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে হৃদয়ের মর্মস্পর্শী বার্তা

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৪, ১৯:৫৩
শেয়ার :
মা দিবসে ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে হৃদয়ের মর্মস্পর্শী বার্তা

বিশ্ব মা দিবস আজ। মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে বিশ্বব্যাপী মে মাসের দ্বিতীয় রবিবারে দিবসটি পালন করা হয়। বিশেষ মর্যাদাপূর্ণ এই দিবসে মাকে নিয়ে স্মৃতি, ভালোবাসা প্রকাশ করেন সন্তানেরা। এমন দিনে ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে মর্মস্পর্শী এক বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটার তাওহিদ হৃদয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হৃদয় লেখেন, ‘আমার মা, আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যানসার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এর পর তোমার সেই কষ্টের পুরোটা জার্নি ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কতো চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। তুমি ক্যান্সারের সাথে লড়াই করেছো, আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সাথে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’

মায়ের ত্যাগের বর্ণনায় হৃদয় লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!’

মাকে ভালোবাসার কথা জানিয়ে খোলা চিঠিতে ডানহাতি এই ব্যাটার লেখেন, ‘পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাকো, সুস্থ থাকো, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া। মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা (হৃদয়)।’

জাতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয়। তার চওড়া ব্যাটের ওপর ভর করে এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও হেসেছে হৃদয়ের ব্যাট। সিরিজে ৫ ম্যাচে ১৪০ রান করেছেন এই ব্যাটার। হয়েছেন সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক।