বাবরদের সমালোচনায় কামরান আকমল
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান। ৩ ম্যাচের এই সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় পাকিস্তান। দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল মনে করেন, দলগত অর্জনের চেয়ে ব্যক্তিগত অর্জনে ক্রিকেটাররা বেশি মনোযোগী হওয়ায় এমন ফল হচ্ছে।
নিজের ইউটিউব চ্যানেলে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর খেলোয়াড়দের এই মানসিকতার সমালোচনা করেন। খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জনের দিকে এমন ঝোঁক টিম ম্যানেজমেন্টের চিহ্নিত করা উচিত বলেও মনে করেন কামরান।
আকমল বলেন, ‘আমরা ভালো করব যখন আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। খেলোয়াড়দের অবশ্যই দলের কথা ভাবতে হবে। এভাবে চলতে থাকলে (ব্যক্তিগত অর্জনে মনোযোগী হলে) আমরা হারতেই থাকব। আমি দেখতেছি, খেলোয়াড়রা ব্যক্তিগত অর্জনে বেশি মনোযোগী হচ্ছে যেটা দলের জন্য ভালো নয়। টিম ম্যানেজমেন্টের বিষয়টি দ্রুতই নজরে আনা দরকার।’
আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। দলটির দেওয়া ১৮২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় আইরিশরা। এদিন ম্যাচে বাবর আজম ফিফটি পেলেও সেটি ছিল বেশ ধীরগতির। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও ম্যাচের হারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতাকেই দুষেছেন পাকিস্তান অধিনায়ক।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজের পরের ম্যাচটি আগামী ১২মে। আর শেষ ম্যাচটিতে আগামী ১৪মে মুখোমুখি হবে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত টি-টোয়েন্টি খেলার উদ্দেশে।