‘পার্টি আসক্ত’ ভারতীয় ক্রিকেটারকে কড়া উপদেশ দিলেন আকরাম

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ১৬:৪১
শেয়ার :
‘পার্টি আসক্ত’ ভারতীয় ক্রিকেটারকে কড়া উপদেশ দিলেন আকরাম

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রতিশ্রুতিশীলদের একজন হিসেবে ধরা হয়েছিল পৃথ্বী শ’কে। তবে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হননি টপ অর্ডার এই ব্যাটার। ভারতের জাতীয় দলের হয়ে তিন সংস্করণে খেলার সামর্থ্য রাখা পৃথ্বীর এখন সুযোগ হয় না আইপিএলে দিল্লি ক্যাপিটালসের একাদশেই। 

মাঠের পারফরম্যান্সে আলো ছড়াতে না পারলেও মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে নেতিবাচক শিরোনাম হয়েছেন পৃথ্বী। অনিয়ন্ত্রিত এমন জীবনযাপনের জন্য এবার পৃথ্বীকে শূলে চড়ালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পার্টি না করে তাকে ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

আকরাম বলেন, ‘আমি এ বছর খুব কাছ থেকে দেখিনি তাকে। কিন্তু তাকে মূলে ফিরে যেতে হবে, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে হবে ও বড় রান করতে হবে। ক্রিকেটে মনোযোগ দাও, পার্টিতে নয়।’

পৃথ্বীর বয়স এখনো মাত্র ২৪। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পৃথ্বী। এর পর থেকে শৃঙ্খলাজনিত কারণে বেশ কয়েকবার অভিযুক্ত হয়েছেন তিনি। এসব বিষয় তার ক্যারিয়ারে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। 

---পৃথ্বী শ

আকরাম বলেন, ‘ক্রিকেটে এখনো তার দেওয়ার অনেক কিছু আছে। শুধু পেছনে তাকাও এবং প্রথম শ্রেণির ক্রিকেটে খেলো। অনেকগুলো সেঞ্চুরি করো ও প্রত্যাবর্তন করো। এটাই একমাত্র উপায়।’

পাকিস্তানের এই কিংবদন্তি বলেন, ‘ওকে (পৃথ্বী) নিয়মিত খেলতে হবে এবং মাঠের বাইরের বিষয়েও তার দিকে নজর রাখতে হবে। অবসরের পর তুমি যত ইচ্ছা পার্টি করো, কেউ কিছু বলবে না। কিন্তু এখন শুধুই ক্রিকেটে মনোযোগ দাও।’