নিজের বিশ্ব রেকর্ডের দিনে দলের হারের কারণ জানালেন বাবর

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ১৩:২৮
শেয়ার :
নিজের বিশ্ব রেকর্ডের দিনে দলের হারের কারণ জানালেন বাবর

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টিতে খেলার রেকর্ড গতকাল নিজের করে নিয়েছেন বাবর আজম। তবে তার এই বিশ্ব রেকর্ডের দিনে লজ্জায় ডুবেছে পাকিস্তান। আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল দলটি। 

পাকিস্তানের এমন হারে দলের বোলিং ও ফিল্ডিং বিভাগকে দুষলেন বাবর। স্কোরবোর্ডে ১৮২ রান তোলার পর জয় প্রাপ্য ছিল বলেই মনে করেন তিনি। বাবর বলেন, ‘আমরা প্রথম ৬ ওভারে ভালো শুরু এনে দিতে পারিনি। পিচে কিছুটা গতি ও বাউন্স ছিল। আমরা সেটি কাটিয়ে উঠে ১৮২ পর্যন্ত করেছি কিন্তু ১৯০ করা উচিত ছিল। তবে আমার মনে হয় আমরা বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হেরেছি। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি এবং বাজে ফিল্ডিংয়ের মূল্য দিতে হয়েছে।’

ডাবলিনে শুক্রবার অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। গতকালের ম্যাচসহ পাকিস্তানকে মোট ৭৭ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেন বাবর। সেখানে ফিঞ্চের ম্যাচ সংখ্যা ৭৬। 

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টি-টোয়েন্টি

বাবর আজম: ৭৭

অ্যারন ফিঞ্চ: ৭৬

মহেন্দ্র সিং ধোনি: ৭২

এউইন মরগ্যান: ৭২

কেন উইলিয়ামসন: ৭১

অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল হওয়ারও এক ধাপ পেছনে বাবর। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে এখন যৌথ সর্বোচ্চ জয়ের মালিক বাবর ও উগান্ডার ব্রায়ান মাসাবা। গতকাল আইরিশদের বিপক্ষে জিততে পারলেই সেটি হয়ে যেত। 

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়

বাবর আজম: ৪৪ (৭৬ ম্যাচ)

ব্রায়ান মাসাবা: ৪৪ (৫৬)

আসগর আফগান: ৪২ (৫২)

এউইন মরগ্যান: ৪২ (৭২)