রবিবার পার্ক দেস প্রিন্সেসে শেষ ম্যাচ /

পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

ক্রীড় ডেস্ক
১১ মে ২০২৪, ০২:৩৯
শেয়ার :
পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

প্যারিস সেইন্ট জার্মেইয়ে কিলিয়ান এমবাপ্পের অধ্যায়ের সমাপ্তি ঘটছে রবিবার। পিএসজির শেষ হোম ম্যাচ লিগে। ফরাসি লিগ চ্যাম্পিয়ন তারা। এদিন ট্রফি নিয়ে উৎসব করে বিদায় বলবেন এমবাপ্পে। আর লিগের ২টি ম্যাচ বাকি। প্যারিসে শেষ ম্যাচ আগামীকাল (১২ মে)।

কিলিয়ান এমবাপ্পে ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন। সেখানে তিনি বলেন, ‘ পিএসজিতে এটাই আমার শেষ বছর। আর চুক্তি নবায়ন করছি না। কয়েক সপ্তাহের মধ্যে এই এডভেঞ্চার শেষ হবে। পার্ক দেস প্রিন্সেসে রবিবার আমি শেষ ম্যাচ খেলবো।

রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এই ২৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফুটবলার এমন গুঞ্জন রয়েছে। এ মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট। রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন ছিল। আর শোনা যাচ্ছে, ১০ নম্বর জার্সি পেতে চলেছেন।

পিএসজি এবার লিগ জিতেছে। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তারা বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায়। এতে মন খারাপ হয় এমবাপ্পের। নিজের দেশের ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারলেন না তিনি।