ভর্ৎসনার শিকার রাহুলের পাশে আফগান ক্রিকেটার
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বাজে হারের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লক্ষ্ণৌর মালিক সঞ্জীব গোয়েন্কা ম্যাচের পর মাঠে নেমে প্রকাশ্যেই দলের অধিনায়ক লোকেশ রাহুলকে ভর্ৎসনা করেছেন।
গত বুধবার ট্রভিস হেড ও অভিষেক শর্মার তাণ্ডবে লক্ষ্ণৌর ১৬৬ রানের লক্ষ্য মাত্র ৯.৪ ওভারেই পেরিয়ে যায় হায়দরাবাদ। আর এতে রেকর্ড বইয়ে দলটির নাম উঠে যায়। হায়দরাবাদ জয় পায় ১০ উইকেটেই।
তবে লক্ষ্ণৌর অসহায় আত্মসমর্পণ মেনে নিতে না পারেননি সঞ্জীব গোয়েন্কা। তাই তিনি এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি ভাল ভাবে নেননি সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকারেরা।
এই ঘটনার পর অনেকেই বলছেন, দেশি-বিদেশি সমস্ত ক্রিকেটারেরই রাহুলের পাশে থাকা উচিত। তবে কোনো ভারতীয় ক্রিকেটারই তার পাশে দাঁড়াননি। তার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও করেননি কোনো দেশটির ক্রিকেটার।
একজন কেবল ব্যতিক্রম। তিনি নবীন উল হক। লক্ষ্ণৌর ক্রিকেটার তিনি। গত আইপিএলে বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। বিশ্বকাপ চলাকালীনই কোহলির সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলেছেন নবীন।
সেই নবীন উল হক লক্ষ্ণৌর অধিনায়ক লোকেশ রাহুলের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ছবিতে লোকেশ রাহুল ও নবীন উল হককে একসঙ্গে দেখা গিয়েছে। লোকেশ রাহুলকে হাসতে দেখা যাচ্ছে ছবিতে। নবীনের প্রতিক্রিয়া অবশ্য বোঝা যাচ্ছে না। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে নবীন উল হক ভালোবাসার ইমোজি দিয়েছেন। আফগান তারকার পোস্টটি বেশ জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়।