নতুন কোচের বিজ্ঞাপন দেবে বিসিসিআই
২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৩ সালের বিশ্বকাপের পর সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে এবার আর চুক্তি বাড়াচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআিই। শিঘ্রই নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেবে সংস্থাটি।
আজ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এসব তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। যদিও আবারও কোচ হিসেবে দ্রাবিড়ের আবেদন করার সুযোগ আছে বলেও জানিয়েছেন জয় শাহ।
আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই টুর্নামেন্টের পরপরই শেষ হবে দ্রাবিড়ের মেয়াদ। জয় বলেন, ‘রাহুলের মেয়াদ জুন পর্যন্ত। তাই যদি সে আবার আবেদন করতে চায়, পারবে... আমরা এখনই বলতে পারছি না নতুন কোচ ভারতীয় নাকি বিদেশি হবে। এর সিদ্ধান্ত নেবেন ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি)।’
ভিন্ন ভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তানসহ বিভিন্ন দেশ। তবে ভারত সে পথে হাটবে না বলেই ইঙ্গিত করেছেন জয় শাহ, ‘সেই সিদ্ধান্তও সিএসি নেবে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্তের মতো অনেক ‘সব সংস্করণে খেলা’ ক্রিকেটার রয়েছে। তাছাড়া ভারতে এমন হয়েছে তার নজির নেই।’
আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়েও কথা বলেছেন জয় শাহ। প্রয়োজন হলে এটি পরিবর্তন করা হবে বলেও জানালেন তিনি, ‘ইম্প্যাক্ট খেলোয়াড় একটি পরীক্ষামূলক পদ্ধতি। (এর মাধ্যমে) নতুন দুইজন ভারতের খেলোয়াড় আইপিএলে সুযোগ পাচ্ছে।’