বাবর পরপর ৩ ছক্কা হাঁকাতে পারলে চ্যানেল বন্ধ করে দেবেন যে ক্রিকেটার
বাবর আজমের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তানের ভাগ্য নির্ধারণে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকাও রাখতে হবে এই তারকাকে। তবে বাবর ধারাবাহিকভাবে রান পেলেও চিন্তা তার স্ট্রাইকরেট নিয়ে। এবার বিষয়টি নিয়ে খোঁচা মারতে ছাড়লেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলিও।
বাবর আজমের স্ট্রাইকরেটের দিকে ইঙ্গিত করে তাকে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাসিত। এই চ্যালেঞ্জে বাবর জিতলে বাসিত নিজের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন।
বাসিতের ভাষ্য, ‘যদি বড় দলগুলোর বিপক্ষে, যুক্তরাষ্ট্র কিংবা আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে নয়, বাবর আজম সামনের দিকে পরপর ৩টি ছক্কা হাঁকাতে পারে তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব। এত বড় কথাই বললাম আমি। বাবর আমার এই চ্যালেঞ্জের মোকাবিলা করে দেখাক। ও যদি বিশ্বকাপে এই কাজ করে দেখাতে না পারে, তাহলে ওর ওপেনিংয়ে ব্যাটিং করা উচিত নয়।’
টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট ১২৯.৪১। এই সংস্করণে এখনো পর্যন্ত ১১৪ ম্যাচ খেলে ৩ হাজার ৮২৩ রান করেছেন তিনি। ৩টি সেঞ্চুরির পাশাপশি আদায় করে নিয়েছেন ৩৪টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ৪০৯ চারের বিপরীতে এখনো পর্যন্ত ৬২টি ছক্কা হাঁকিয়েছেন বাবর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। এই গ্রুপের অন্যান্য দল হচ্ছে- ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।