আবারও রোনালদোর গোল, আল-নাসরের জয়
সৌদি আরবে গোল করেই চলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার রাতেও গোল পেয়েছেন সিআরসেভেন। তাতে প্রো লিগে আল অখদুদকে ৩-২ গোলে হারিয়েছে আল নাসর।
রোনালদো গোল পেলেও আল নাসরের জয়ের মূল নায়ক মার্সেলো ব্রোজোভিচ। জোড়া গোল আদায় করেছেন তিনি। অখদুদের হয়ে একটি করে গোল করেছেন হাসান আল-হাবিব ও স্যাভিওর গডউইন।
এদিন ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দুই গোল জড়ায় আল নাসর। সপ্তম মিনিটে লিড এনে দেন ব্রোজোভিচ। ১৫তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। লিগে এটি সিআরসেভেনের ৩৩তম গোল। চলতি মৌসুমে গোলদাতাদের মধ্যে শীর্ষে তিনিই। দুই নম্বরে থাকা আলেকসান্দার মিত্রভিচের গোল অনেক কম, ২৪টি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। তবে বিরতির পরই ম্যাচে ফেরে অখদুদ। ৬০তম ও ৭০তম মিনিটে সমতায় ফেরে দলটি। তবে শেষ পর্যন্ত দলকে পয়েন্ট হারাতে দেননি ব্রোজোভিচ। গোল করে দলকে জয় এনে দেন এই তারকা।
তবে জয় পেলেও চলতি মৌসুমে আল-নাসরের শিরোপা জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। ৩০ ম্যাচে ৮৬ পয়েন্ট পাওয়া আল হিলালের লিগ জয় প্রায় নিশ্চিত। ৩১ ম্যাচে ২৫ জয় ও ২ ড্রয়ে রোনালদোদের পয়েন্ট ৭৭। অখদুদের বিপক্ষে আল নাসর পরাজয় কিংবা ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো হিলালের।