নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন জিম্বাবুয়ের ২ ক্রিকেটার
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতা। ‘বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের’ অভিযোগে ৪ মাস সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন এই দুজন। এছাড়া তাদের বেতনের ৫০ শতাংশও জরিমানা করা হয়েছিল।
মাধেভেরে ও মাভুতার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের মেডিকেল টিম। আজ একটি বিবৃতি দিয়ে এই দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞার সময় পেরিয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘মাদক সেবনের দায়ে চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার অনুমতি পেয়েছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ওয়েসলি মাধভেরে এবং ব্র্যান্ডন মাভুতা। নিষেধাজ্ঞার সময়ে ড্রাগ পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসায় তাদেরকে মুক্ত করা হয়েছে।’
স্থগিতাদেশ শেষ হওয়ার তথ্য নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ‘আমি ওয়েসলি এবং ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে স্বাগত জানাতে পেরে আনন্দিত বোধ করছি যখন তাদের উভয়ের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং তারা আসক্তিমুক্ত কি না তেমন পরীক্ষায়ও তারা পাস করেছে।’
মাকোনি আরও বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুই খেলোয়াড় তাদের ভুল বুঝতে পেরেছে এবং এই পথে আর পা না মাড়ানোর ও ক্যারিয়ারে মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছে।’ নিষেধাজ্ঞার আগে মাধেভেরে ও মাভুতা সর্বশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এই দুই অলরাউন্ডার ছাড়াও জিম্বাবুয়ের আরেক ব্যাটার কেভিন কাসুজাকেও গত জানুয়ারিতে বিনোদনমূলক ড্রাগ ব্যবহারের কারণে সমস্ত ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত তার নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলেনি জিম্বাবুয়ে ক্রিকেট।