আনচেলত্তি মনে করেন কিমিখ ‘নাটক’ করেছেন
দ্বিতীয়ার্ধের তখন ৬৮তম মিনিট। আলফানসো ডেভিসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষের দিকে এসে এমন গোল হজম করায় বেশ বেকায়দায়ই পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রত্যাবর্তনকে নিয়ম বানিয়ে ফেলা রিয়াল মাদ্রিদ এদিনও জিতল আপন নিয়মে। ৮৮তম মিনিট ও যোগ করা সময়ের ১ম মিনিটে ২ গোল দিয়ে সেই জয়ের নায়ক হোসেলু।
যোগ করা সময়ের ১৩তম মিনিটে সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিল বায়ার্নও। তবে ম্যাথিজ ডি লিটের জালে জড়ানো শটে অফসাইড ডাকেন আম্পায়ার। স্বপ্ন ভঙ্গ হয় বায়ার্নের। মূলত, গোলে শট নেওয়ার আগেই অফসাইডের পতাকা তুলে ধরেন লাইনসম্যান। এরপর রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিনসহ অন্য খেলোয়াড়রা খেলায় ধীরগতি আনেন এবং ওই সময়ই বল জালে জড়ান ডি লিট।
লাইনসম্যানের এই সিদ্ধান্তসহ ম্যাচে রেফারির ভূমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ডি লিটসহ বায়ার্ন কোচ টমাস টুখেল। ডি লিট তো দাবিই করেছেন, লাইনসম্যান পরে তার কাছে ‘দুঃখপ্রকাশ করেছেন।’ রিয়াল রেফারির সহায়তা পেয়েছে বলে গণমাধ্যমকে বলেছেন টুখেল।
এদিকে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দাবি করেছেন, আম্পায়ারের বিরূপ সিদ্ধান্তের শিকার হয়েছেন তারাও। ডেভিসের গোলের ৪ মিনিট পর বায়ার্নের জালে বল জড়ায় রিয়াল। তবে নাচো কিমিখকে ফাউল করায় ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত বাতিল করেন রেফারি সাইমন মার্চিনিয়াক।
ভিএআরে দেখা যায়, কিমিখের মুখ খামচে দিয়ে ফেলে দিয়েছেন নাচো। তবে কিমিখের পড়ে যাওয়া আনচেলত্তির কাছে ‘নাটকের’ মতো লেগেছে। তার মতে, ইচ্ছে করেই ডাইভ দিয়েছেন এই বায়ার্ন ডিফেন্ডার।
রেফারিং নিয়ে বায়ার্নের অভিযোগ নাকচ করে দিয়ে আনচেলত্তি বলেন, ‘বায়ার্ন অফসাইড নিয়ে অভিযোগ করেছে? ঠিক আছে, তাহলে আমরা নাচোর বাতিল হওয়া গোল নিয়ে অভিযোগ জানাতে পারি... কারণ কিমিখ ডাইভ দিয়েছিল।’
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল ও বায়ার্নের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ২-১ গোলে জিতে যাওয়ায় দলটি নিশ্চিত করল আগামী ১ জুন অনুষ্ঠেয় ওয়েম্বলির ফাইনাল। ওই ম্যাচে আরেক জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোসরা। ১৫তম শিরোপার স্বপ্ন দেখা দলটির এটি ১৮তম ফাইনাল।