এইচপির প্রধান কোচের জন্য মালানের আবেদন

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৪, ১২:২৮
শেয়ার :
এইচপির প্রধান কোচের জন্য মালানের আবেদন

আয়ারল্যান্ড জাতীয় দলের কোচ হেইনরিখ মালান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।  ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে ক্রিকবাজে বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা শর্টলিস্ট কোচদের এইচপি ইউনিটের জন্য সাক্ষাৎকার নেব। আগামী সপ্তাহে তাদের ডাকা হতে পারে।’

মালান ছাড়াও এইচপি ইউনিটের কোচ হতে বিসিবিতে আবদেন করেছেন– গাভান টোয়াইনিং (অস্ট্রেলিয়া), নাথান হারিজ (অস্ট্রেলিয়া) ও পল অ্যাডামস (দক্ষিণ আফ্রিকা)।

এর আগে এইচপির হেড কোচের দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। তবে পরে তাকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়। ফলে পদটি শূন্য হয়ে যায়। গত ২৭ ফেব্রুয়ারি বিসিবি হেম্পকে সাকিব–শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়।