মান বাঁচানোর লড়াই
ভারতের নারী ক্রিকেট দলের কাছে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে পিছিয়ে স্বাগতিকরা। চায়ের শহর সিলেটে আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বেলা ৪টায় শুরু হবে। এ ম্যাচটি হারলে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবেন স্বাগতিকরা। শেষ ম্যাচটি জিতে মান বাঁচাতে মরিয়া নিগার সুলতানার দল। গতকাল অনুশীলনে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন তারা