ওয়ার্নারকে ‘কষ্ট দিয়েছে’ সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ২০:৫৫
শেয়ার :
ওয়ার্নারকে ‘কষ্ট দিয়েছে’ সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলে ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে কাটানোর পর ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে ভেড়েন ডেভিড ওয়ার্নার। ২০২১ সাল পর্যন্ত ‘অরেঞ্জ আর্মি’দের সঙ্গে ছিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। ২০১৬ সালে দলকে শিরোপা জেতাতে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। তবে এই সানরাইজার্স হায়দরাবাই কষ্ট দিয়েছে ওয়ার্নারকে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। 

২০২১ সালে অনেকটা ব্রাত্য হয়েই হায়দরাবাদ ছাড়েন ওয়ার্নার। খারাপ পারফরম্যান্সের কারণে ও দল ক্রমাগত হারায় ২০২১ মৌসুমের মাঝপথে ওয়ার্নারের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। সেই দায়িত্ব দেওয়া হয় নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। ওই মৌসুমের দ্বিতীয় ভাগে ওয়ার্নারকে শুধু দায়িত্ব থেকেই অব্যাহতি দেওয়া হয়নি, তাকে ফ্র্যাঞ্চাইজির সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ব্লক করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

মৌসুমজুড়ে ওয়ার্নারের মুখজুড়ে ছিল দুঃখের ছাপ। এমনকি তাকে ম্যাচের সময় পানি টানতেও দেখা গেছে। সেবার ৩ জয় ও ১১ হারে একদম তলানিতে থেকে মৌসুম শেষ করে হায়দরাবাদ। ৮ ইনিংসে ২৪.৩৮ গড়ে মাত্র ১০৭ রান করেন ওয়ার্নার। 

হায়দরাবাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ব্লক করা প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘এটি কষ্ট দিয়েছে কারণ এটি ভক্তদের কাছে আঘাতের মতো। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তদের সঙ্গে সম্পর্ক। আমার সঙ্গে (হায়দরাবাদ) ভক্তদের খুবই ভালো সম্পর্ক ছিল।’

ওয়ার্নার আরও বলেন, ‘আমি নিশ্চিত নই কেন আমাকে ব্লক করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে হায়দরাবাদ ভক্তদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি অনুভব করেছি, ভক্তদের সঙ্গে যুক্ত হওয়া আমার কর্তব্য এবং এটা নিশ্চিত করা যে তারা মাঠে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোই। কিন্তু কেন ব্লকের সিদ্ধান্ত হয়েছিল, আমি জানি না। আমি ৫ বছর এর সঙ্গে ছিলাম। এটা উদ্ভট ছিল।’

ওয়ার্নার আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বিদেশি খেলোয়াড়। এই লিগে এখনো পর্যন্ত ৯৫ ম্যাচ খেলে ৪ হাজার ১৪ রান করেছেন তিনি। ১৪২.৫৯ স্ট্রাইকরেটের সঙ্গে গড় প্রায় পঞ্চাশ ছুঁইছুঁই। ৪০টি অর্ধশতকের পাশাপাশি আছে দুইটি সেঞ্চুরিও। তিনবার সর্বোচ্চ রানের ‘অরেঞ্জ কাপ’ জিতেছেন এই অজি তারকা।