ম্যাচ হেরে জরিমানাও গুনলেন স্যামসন

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১২:২৪
শেয়ার :
ম্যাচ হেরে জরিমানাও গুনলেন স্যামসন

হাইস্কোরিং ম্যাচে গতকাল মঙ্গলবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে রাজস্থান রয়্যালস। ফলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠতে ব্যর্থ হলো তারা। তবে রাজস্থানের হয়ে ভালো খেলেও ম্যাচ শেষে জরিমানার মুখে পড়তে হল সাঞ্জু স্যামসনকে। রাজস্থান দলনেতার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মূলত মুকেশ কুমারের বলে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্ক করেছিলেন সাঞ্জু। তার ক্যাচ বাউন্ডারির ধারে ধরেছিলেন শেই হোপ। বিতর্ক তৈরি হয় হোপের পা বাউন্ডারির দড়ির খুব কাছে ছিল। যদিও বিভিন্ন কোণ দিয়ে দেখেও বোঝা যায়নি পা দড়িতে লেগেছে কি না।

টিভি রিপ্লে দেখে আম্পায়ারেরা সাঞ্জুকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সাঞ্জু সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকেন। তিনি দাবি করেন, হোপের পা দড়িতে লেগেছে। কিন্তু আম্পায়াদের কাছে সিদ্ধান্ত বদলানোর কোনো উপায় ছিল না।

সাঞ্জু অবশ্য শাস্তি মেনে নিয়েছেন। তিনি শৃঙ্খলাবিধি আইনে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। এ ধরনের বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

দিল্লি ২০ রানে জিতে খাতায়-কলমে এখনও আইপিএলে নিজেদের টিকিয়ে রেখেছে। তবে হারলেও সাঞ্জুর ইনিংস নজর কেড়েছে। তিনি ৪৬ বলে ৮৬ রান করেন।