ভালার নেতৃত্বে বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউগিনি

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১০:২৮
শেয়ার :
ভালার নেতৃত্বে বিশ্বকাপে খেলবে পাপুয়া নিউগিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাপুয়া নিউগিনি। যেখানে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি নেতৃত্বে এবারও থাকছেন আসাদোল্লা ভালা। তিনি ২০২১ বিশ্বকাপেও অধিনায়ক ছিলেন। আর সেই আসরে খেলা ১০জন এবার সুযোগ পেয়েছেন।

২০২১ আসরে রিজার্ভ দলে থাকা জ্যাক গার্ডনার এবার ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন। এছাড়া লেগ স্পিনিং অলরাউন্ডার সিজে আমিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

পাপুয়া নিউগিনি ২০২৩ সালের জুলাইয়ে পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বের ফাইনাল জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। যেখানে বাছাই পর্বে অপরাজিত থেকে বিশ্বকাপে আসছে দলটি।

আগামী ২ জুন বিশ্বকাপে নিউগিনির মিশন শুরু হবে। ‘সি’ গ্রুপে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে তারা। তাদের গ্রুপে অন্যদলগুলো হলো উগান্ডা, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

পাপুয়া নিউগিনির বিশ্বকাপ স্কোয়াড: আসাদোল্লা ভালা (অধিনায়ক), সিজে আমিনি (সহঅধিনায়ক), আলেই নাও, চাঁদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরেয়া, কিপ্লিং ডরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সিমা কামেয়া, সেসে বাউ ও টনি উরা।