সিলভা ফিরছেন ফ্লুমিনেন্সে

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ০৮:২৯
শেয়ার :
সিলভা ফিরছেন ফ্লুমিনেন্সে

থিয়াগো সিলভা চেলসি ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন। এবার স্বদেশের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেয়ার কথা জানালেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আগামী বছরের মে মাসে সেখানে যাবেন তিনি।

এ নিয়ে ব্রাজিলিয়ান সেরি আর ক্লাবটি গতকাল মঙ্গলবার জানায়, ৩৯ বছর বয়সী সিলভার সঙ্গে তাদের দুই বছরের চুক্তি হয়েছে।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী ১৯ মে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে চেলসি। এরপর ফ্লুমিনেন্সেতে যোগ দেবেন সিলভা। ১০ জুলাই আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার আগে অবশ্য ক্লাবটির হয়ে খেলতে পারবেন না তিনি।

সিলভা ১৯৯৮ সালে ফ্লুমিনেন্সের হয়েই যুব ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৬ সালে দিনামো মস্কো থেকে ধারে জন্ম শহর রিও দে জেনেইরোর ক্লাবটিতে ফেরেন তিনি। পরের বছর পাকাপাকিভাবেই তাদের সঙ্গে চুক্তি করেন। এরপর ২০০৯ সালে যোগ দেন এসি মিলানে।

মিলান ছেড়ে পিএসজি ঘুরে ২০২০ সালে ফ্রি ট্রান্সফারে ইংল্যান্ডের ক্লাব চেলসিতে নাম লেখান সিলভা। প্রিমিয়ার লিগের দলটির হয়ে তিনি খেলেছেন ১৫২ ম্যাচ। ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন তিনটি শিরোপা।