হৃদয়ের প্রথম ফিফটিতে বাংলাদেশের লড়াকু পুঁজি
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তাওহীদ হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, তখন ২৯ রানে ২ উইকেট হারিয়ে বেশ কঠিন অবস্থায় ছিল বাংলাদেশ। সেখান থেকে প্রথমে তানজিদ তামিম ও পরবর্তীতে জাকের আলীকে সঙ্গে নিয়ে দলকে ১৬৫ রানের লড়াকু পুঁজি এনে দিয়েছেন হৃদয়। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচ। শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে বাজে ফর্মের ধারা অব্যাহত রেখে দলীয় ২২ রানের মাথায়ই বিদায় নেন লিটন (১৫ বলে ১২)। ব্লেসিং মুজারাবানির বলে সরাসরি বোল্ড হন এই ওপেনার। বাজে ফর্ম অব্যাহত রইল অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। জিম্বাবুয়ের অধিনায়ক রাজার বলে মাত্র ৪ রান করেই সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।
এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে তানজিদ দলকে এগিয়ে নিতে থাকলেও শেষরক্ষা করতে পারেননি। তার ধীরগতির ইনিংস থামে দলীয় ৬০ রানে। ফারাজ আকরামের বলে ক্লাইভ মাদান্দের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর জাকেরকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন হৃদয়। মাত্র ৫৭ বলে যোগ করেন ৮৭ রান। ব্লেসিং মুজারাবানির করা ১৯তম ওভারে ১৪৭ রানের মাথায় হৃদয় ফিরলে ভাঙে এই জুটি। ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন হৃদয়। এর আগে, টি-টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৪৭।
একই ওভারে ফেরেন জাকেরও। ৩৪ বলে ২টি চার ও ২ ছক্কায় তিনি করেন ৪৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে বাংলাদেশ। উইকেটে ৯ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ৬ রানে রিশাদ হোসেন অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে সবচেয়ে সফল বোলার মুজারাবানি।
আগের দুই ম্যাচে জেতায় আজ এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। বাংলাদেশ দলে আজ দলে দুটি পরিবর্তন হয়েছে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার শরীফুল ইসলামের জায়গায় খেলবেন পেসার তানজিম হাসান এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
আজ জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ করিম। বাদ পড়েছেন রিচার্ড এনগারাভা ও এইনস্লে এনদোলভু।