স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে ব্র্যাড হুইলকে। এই ডানহাতি পেসার ২০২২ সালের পর জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলেননি।
ব্যাটার মাইকেল জোনসও দলে ফিরেছেন। এ অলরাউন্ডারও ২০২২ সালের পর খেলেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
তবে স্কটল্যান্ডের আগের তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা জশ ডেভির জায়গা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আসরটিতে গ্রুপ 'বি'তে স্কটল্যান্ড ৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর যথাক্রমে মুখোমুখি হবে নামিবিয়া, ওমান ও অস্ট্রেলিয়ার।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড কারি, ক্রিস গ্রিভস, ওলি হেয়ার্স, জ্যাক জারভিস, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানজি, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্র্যাড হুইল।