পল্লবীর ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৪, ০০:০০
শেয়ার :
পল্লবীর ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার তাদের সরিয়ে দেওয়া হয়। এর আগে, গত রোববার ‘মিরপুর পুলিশের সাফল্য মলিন হচ্ছে অপকর্মে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক আমাদের সময়ে। এরপর নড়েচড়ে বসে ডিএমপি সদরদপ্তর।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তারের স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়। এর মধ্যে পল্লবী থানার এসআই তাপস কুমার কু-ুকে পুলিশের উত্তরা বিভাগে, এসআই মো. জুমাইতুল ইসলাম জিতুকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, এসআই তারিক উর রহমান শুভকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে, এসআই মো. এমদাদুল হককে রমনা বিভাগে, এসআই অংকুর কুমার দাসকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়।

আদেশে আরও বলা হয়, আদেশপ্রাপ্ত এসআইদের (নিরস্ত্র) বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ৮ মে’র মধ্যে ছাড়পত্র প্রদান করা হবে।

আমাদের সময়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়- মিরপুর, পল্লবী, শাহ আলী, কাফরুল, দারুস সালাম, রূপনগর ও ভাসানটেক থানা নিয়ে ডিএমপির মিরপুর বিভাগ গঠিত। চাঞ্চল্যকর হত্যাকা-সহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে এ বিভাগের সাফল্য কম নয়। কিন্তু অর্থলোভী কিছু পুলিশ সদস্যের হীন অপকর্ম এ সাফল্যকে মøান করে দিচ্ছে। নিরীহ মানুষকে ধরে এনে অমানবিক নির্যাতন ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। বর্তমানে এই প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা প্রত্যেকটি অভিযোগ তদন্ত করা হয়। প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।