৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড, সাকিবদের ১৯৯ রানে হারালেন তামিমরা

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৪, ১৬:৪৮
শেয়ার :
৮ উইকেট নিয়ে রাজার রেকর্ড, সাকিবদের ১৯৯ রানে হারালেন তামিমরা

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১৯৯ রানের বিশাল ব্যবধানে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করা তামিম ইকবালদের প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে। জবাবে রেজাউর রহমান রাজার রেকর্ড বোলিংয়ে ২১.৩ ওভারে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানদের শেখ জামাল।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেয়েই রেকর্ডের পথে যাত্রা করলেন রাজা। শেষ পর্যন্ত নিলেন ৮ উইকেট। আর তাতেই দেশের লিস্ট 'এ' ক্রিকেটের রেকর্ড গড়েন।

আজ রবিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬.৩ ওভারে ২৩ রানে ৮ উইকেট নেন রাজা। শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও সৈকত আলীকে ফেরান হাসান মাহমুদ। তবে এরপরেই রাজার ঝড় শুরু হয়। পরের ৮টি উইকেটই তিনি তুলে নেন।

এর আগে রেকর্ডটি ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের পেসার।

সব মিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে এক ম্যাচে ৮ উইকেট নেওয়া ১৭তম বোলার রাজা। ৪১ ম্যাচের ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। যেখানে বিশ্ব ক্রিকেটে এই সংস্করণে রাজার অবস্থান ষষ্ঠ। ২০১৮ সালের বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে স্রেফ ১০ রানে ৮ উইকেট নিয়ে সবার ওপরে ঝাড়খাণ্ডের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।