বিশ্বকাপ জিতলেই প্রত্যেক খেলোয়াড়কে কোটি টাকা
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আগামী জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের গতবারের ফাইনালিস্ট পাকিস্তান এবার যাবে শিরোপা ঘরে তোলার আশায়। শিরোপা জিততে পারলে পাকিস্তানের ক্রিকেটারদের লোভনীয় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি।
আজ রবিবার এক ঘোষণায় নকভি জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে প্রত্যেক খেলোয়াড়কে ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকারও বেশি।
খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নকভি। প্রায় ২ ঘণ্টা সেখানে থেকে খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পিসিবি প্রধান।
এ সময় টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলকে পৌঁছানোয় মোহাম্মদ রিজওয়ানকে বিশেষ সবুজ শার্ট উপহার দেন। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পাওয়ার পেসার নাসিম শাহকেও একই উপহার দেন নকভি। এছাড়া দলের মধ্যে বন্ধুত্ব এবং অনুপ্রেরণা বৃদ্ধি করতে একটি মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন তিনি।