মিল্টনের স্ত্রীসহ জিজ্ঞাসাবাদ করা হবে অন্যদের
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের প্রধান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হালদারসহ তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ডে থাকা মিল্টন সমদ্দারকে জিজ্ঞাসাবাদের পর তাদের ডাকা হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিবিপ্রধান জানান, তার আশ্রয়কেন্দ্রের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে আজ রবিবার ডিবিতে ডাকা হবে। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। মিল্টনের স্ত্রী ছাড়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানাতে কারা সাহায্য করতেন,
তার ব্যাংক হিসাবে কারা টাকা পাঠাতেন, কীভাবে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হলেন, সবকিছুর তদন্ত হবে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
হারুন অর রশীদ বলেন, নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদ্দার মানসিক রোগীতে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেসব বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। তার উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কীভাবে হলেন, তার অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে তিনি দরিদ্র মানুষ জোগাড় করতেন এবং কেনইবা তাদের টর্চার সেলে এনে পেটাতেন, সব বিষয় জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে রাতে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করলে মিল্টনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানবপাচার, বাচ্চা শিশুর ওপর হামলা, দুটি টর্চার সেল গঠন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ, তাদের কিডনিসহ অঙ্গপ্রত্যঙ্গ চুরি করে বিক্রি, জাল মৃত্যুসনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগও রয়েছে।