সিলভার শৈশবের ক্লাবে ফেরার গুঞ্জন, উল্টো কথা বললেন স্ত্রী
চার বছরের সফল পথচলা শেষে এই মৌসুম শেষেই চেলসি ছাড়ছেন থিয়াগো সিলভা। কয়েক দিন আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গুঞ্জন চলছে, শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিচ্ছেন সিলভা। তবে সেই গুঞ্জনে উল্টো সুর দিলেন সিলভার স্ত্রী।
২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সে কাটিয়েছেন সিলভা। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, ৩৯ বছর বয়সী সিলভার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ফ্লুমিনেন্স।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিলভার ফ্লুমিনেন্সে ভেড়ার গুঞ্জনকে ‘মিথ্যা তথ্য’ বলে উল্লেখ করেছেন তার স্ত্রী ইসাবেল সিলভা। মানুষজন তার স্বামীর ভবিষ্যৎ নষ্ট করছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘আপনারা কিছুই জানেন না!...মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন!’
মউরিসিও পচেত্তিনোর অধীনে দল পুনর্গঠন করছে চেলসি। তবে ৩৯ বছরের সিলভা সেই পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকবেন না সেটিই স্বাভাবিক। তাই দুই পক্ষের যৌথ সম্মতিতেই সিলভার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। খেলোয়াড় হিসেবে চেলসি ছাড়লেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় ক্লাবটিতে ফিরতে চান তিনি। এমনকি সিলভার সন্তানরা তাদের খেলা চেলসির একাডেমিতে চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন সিলভা।
চেলসি ছাড়ার পর সিলভার পরবর্তী ক্লাব হিসেবে চাউর হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও। তবে তার উচ্চ বেতন ও বয়স ওল্ড ট্রাফোর্ডে ভেড়ার পথে বাঁধা হতে পারে।