১২ বছর পর ডর্টমুন্ড ছাড়ছেন রয়েস

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৪, ১১:৩৩
শেয়ার :
১২ বছর পর ডর্টমুন্ড ছাড়ছেন রয়েস

২০১২ সালে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ থেকে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন জার্মান মিডফিল্ডার মার্কো রয়েস। দীর্ঘ ১২ বছর ডর্টমুন্ডে কাটানোর পর অবশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। চলতি মৌসুম শেষেই সিগন্যাল ইদুনা পার্ক ছাড়ছেন রয়েস। 

গতকাল শুক্রবার ডর্টমুন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষই চুক্তি না বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

ডর্টমুন্ডের একাডেমিতেই রয়েসের শৈশব কেটেছে। ২০০৬ সালে ক্লাবটির একাডেমি ছেড়ে যোগ দেন রট ওয়েস আহলেন ক্লাবে। সেখানে ৩ বছর কাটিয়ে যোগ দেন মুনশেনগ্লাডবাখে। সেখানেও কাটিয়েছেন ৩ বছর। 

গত ১২ মৌসুমে ডর্টমুন্ডের হয়ে ৪২৪ ম্যাচ খেলেন রয়েস। যা ক্লাবটির হয়ে চতুর্থ সর্বোচ্চ ম্যাচ খেলার ঘটনা। এই সময়ে করেছেন ১৬৮টি গোল, যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বলা যায়, ১১ নম্বর জার্সিকে নিজেরই বানিয়ে ফেলেছেন এই জার্মান। 

চলতি মৌসুমে জার্মান লিগ বুন্দেসলিগায় খুব একটা ভালো অবস্থায় নেই ডর্টমুন্ড। পয়েন্ট তালিকায় আছে পাঁচ নম্বরে। তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবার উজ্জ্বল তারা। এরই মধ্যে সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে আছে ক্লাবটি।