টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকতসহ ২০ আম্পায়ার, ৬ রেফারি

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকতসহ ২০ আম্পায়ার, ৬ রেফারি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আম্পয়ার ও রেফারিদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। চার-ছক্কার এই টুর্নামেন্ট পরিচালনায় বাংলাদেশি আম্পয়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতসহ ২০ জন আম্পায়ার নিযুক্ত থাকবেন। এছাড়া ৬ জন রেফারিকেও নির্দিষ্ট করা হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ১ জুন। এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশগ্রহণ করবে। নয়টি ভেন্যুতে ২৮দিন ধরে ম্যাচ হবে ৫৫টি। সময়ের দিক দিয়েও এটি সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

আম্পায়ারদের তালিকায় আছেন গত বছরের ডেভিড শেফার্ড ট্রফি (আম্পায়ারিংয়ের বর্ষসেরা পুরস্কার) বিজয়ী রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়াও আছেন কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি ও পল রাইফেলের মতো নামি আম্পায়াররা।

ম্যাচ রেফারিদের মধ্যে আছে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পালন করা রঞ্জন মাদুগালে। আছেন সবচেয়ে অভিজ্ঞ জেফ ক্রো। এ পর্যন্ত সবচেয়ে বেশি ১৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ক্রোর। ১৫০ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার থেকে ১ ম্যাচ দূরত্বে থাকা অ্যান্ডি পাইক্রফটও আছেন রেফারির তালিকায়। 

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচ কর্মকর্তারা

আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুডিয়েন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।