ধোনিকে রান আউট করে তোপের মুখে পাঞ্জাবের উইকেটকিপার
বয়স ৪৩ ছুঁইছুঁই। এই বয়সেও দিব্যি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের অধিনায়কত্বও এবার করছেন না ধোনি। দায়িত্ব সামলাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। ব্যাটার ধোনিও নিজেকে বদলে ফেলেছেন। খেলতে নামেন ইনিংসের একেবারে শেষ মুহূর্তে।
নতুন ভূমিকাতেও সফল ধোনি। অল্প বল খেললেও তাতে রান তোলেন বিদ্যুৎ গতিতে। এমন আক্রমণাত্মক খেলায় আউট হওয়ার সম্ভাবনাও স্বভাবতই বেশি থাকে। অথচ, গতকাল বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের আগেও তিনি ছিলেন অপরাজিত। তবে পাঞ্জাবের বিপক্ষে অপরাজিত থাকার ধারা বজায় রাখতে পারেননি ধোনি। আউট হয়েছেন নিজেদের ইনিংসের একেবারে শেষের বলে।
গতকাল ধোনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন ইনিংসে আরও বাকি ১৩ বল। এর মধ্যে ১১ বল খেলে শেষ বলে আউট হওয়ার আগে ১৪ রান করেন ‘মি. ফিনিশার’। শেষ ওভারের শেষ বলে বলে ফুলটস দেন এই পেসার। শর্ট থার্ডম্যানে বল পাঠিয়ে দুই রান নিতে যান। তবে দুই রান পূর্ণ করতে পারেননি। স্ট্রাইকিং প্রান্তে স্ট্যাম্প ভেঙে দেন পাঞ্জাবের উইকেটকিপার জিতেশ শর্মা।
তবে ধোনিকে আউট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোপের মুখে পড়েছেন জিতেশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলেছে, জিতেশকে লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষা ছুঁড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রামে একজন লিখেছেন, ‘তোমার বুঝতে হবে ভাই, মানুষ তার (ধোনি) কারণে খেলা দেখে। আমরা কী খারাপ লাগার মধ্যে আছি। তুমি তাকে রান আউট করেছে এবং তার চেয়ে বড় কথা সে পায়ের ইনজুরিতে পড়েছে। তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই।’ ‘ভালো হয়েছে যে তুমি বিশ্বকাপ দলে জায়গা পাওনি, তুমি থালাকে (ধোনিকে চেন্নাই সমর্থকরা এই নামেই ডাকেন) রান আউট করেছে। এই ১ রান কী পার্থক্য তৈরি করেছে?’
আরেক ব্যবহারকারী তো আরো আক্রমণাত্মক,‘ভালো হয়েছে যে তুমি বিশ্বকাপ দলে জায়গা পাওনি, তুমি থালাকে (ধোনিকে চেন্নাই সমর্থকরা এই নামেই ডাকেন) রান আউট করেছে। এই ১ রান কী পার্থক্য তৈরি করেছে?’