ভারতের বিপক্ষে উড়ে গেল বাংলাদেশ, ২ ম্যাচ থাকতেই সিরিজ হার
ভারতের নারী দলের বিপক্ষে সিলেটে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে হারেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ তৃতীয় ম্যাচে ৭ উইকেটে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা। তাতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল ভারত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
১১৮ রানের লক্ষ্যে এদিন ওপেনিংয়েই ৯১ রান তোলে ভারত, তাও মাত্র ১২ ওভার ১ বলে। ভারতের জয় যখন স্রেফ সময়ের ব্যাপার, তখন প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৩৮ বলে ৫১ রান করা শেফালি ভার্মাকে ফেরান রিতু মনি। দলীয় ১০০ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার স্মৃতি মান্ধানা। ৪২ বলে ৪৭ রান আসে তার ব্যাট থেকে। শেষের দিকে আরও এক উইকেট হারায় ভারত। ১১০ রানের মাথায় তিনে নামা দয়ালান হেমলতাকে ফেরান রাবেয়া খান। শেষদিকে ধীরগতিতে রান তুললেও জয়ের পথে আর কোনো বিপদ ঘটতে দেননি হারমানপ্রীত ও রিচা ঘোষ।
এর আগে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনাই করেছিল বাংলাদেশ। দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের ওপেনিং জুটিতে আসে ৪৬ রান। এর মধ্যে পাওয়ার প্লেতেই দুজন করেন ৪৪ রান। যদিও তার প্রায় পুরো অবদানই দিলারার। মাত্র ৯ রান করে এই রানের মাথায় আজ টানা দ্বিতীয় ম্যাচে রান আউট হন মুর্শিদা। ৫৫ রানের মাথায় ফেরেন দারুণ ব্যাট করতে থাকা দিলারা। ২৭ বলে ৫টি চারে ৩৯ রান করেন তিনি।
১৪তম ওভার পর্যন্ত এই ২ উইকেট হারিয়েই ৮৫ রান করে ফেলে বাংলাদেশ। এই রানে পরপর সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুন ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। ধীরগতির হলেও একপাশ আগলে রেখেছিলেন অধিনায়ক জ্যোতি। তবে সব রক্ষণ ভেঙে যায় ১০৮ রানের মাথায় জ্যোতি (৩৬ বলে ২৮) ফিরলে। শেষ পর্যন্ত ১১৭ রানেই থামে বাংলাদেশ।