‘রিংকুর মন ভেঙে গেছে’
রিংকু ও তার বাবা। ছবি: কোলাজ
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রিংকু সিং। আর এতেই এই কলকাতা নাইট রাইডার্স তারকার মন ভেঙে গেছে। এমনটিই জানিয়েছেন রিংকুর বাবা খানচন্দ্র সিং।
অথচ গত প্রায় এক বছরে ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে রিংকুর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। গতবছর জাতীয় দলে অভিষেকের পর থেকে ১৫টি ম্যাচে তিনি দলে ছিলেন। তার মধ্যে ১১টিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন। অনেকগুলোয় অপরাজিত ছিলেন। ফিনিশার হিসেবে নেমেও তার স্কোর রীতিমতো চোখধাঁধানো। যদিও বিশ্বকাপে রিজার্ভ খেলোয়াড় হিসেবে আছেন তিনি। স্কোয়াড সদস্য হিসেবে নয়।
আসরে কোনো খেলোয়াড় চোট-আঘাত পেলে তখন রিজার্ভ খেলোয়াড়দের নামানো যায়। স্কোয়াড বদলানো যায়। সেজন্য এখনও প্রায় মাসখানেক সময় বিসিসিআইয়ের হাতে আছে। তবে মিরাকেল কিছু না ঘটলে রিংকু স্রেফ সফরসঙ্গীর তালিকায় থাকবেন। একাদশ দূর, ১৫ জনের দলেও থাকবেন না।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কলকাতার অন্যতম মালিক শাহরুখ খান জাতীয় দল ঘোষণার আগে নিজেই বলেছিলেন যে রিংকুকে ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপে দেখতে চান। কিন্তু, সেটা না হওয়ায়, রীতিমতো ভেঙে পড়া রিঙ্কুর পাশে দাঁড়িয়ে মনোবল জোগানোর চেষ্টা করছেন কেকেআরের মালিক।
বাদ পড়া নিয়ে রিংকুর বাবা বলেন, ‘আশা ছিল, আর সেই কারণেই দুঃখটাও একটু বেশি লাগছে। আমরা মিষ্টি, আতশবাজি নিয়ে পুরো উৎসব করব বলে প্রস্তুত ছিলাম। আমরা তো ভেবেছিলাম, ১৫ জনের স্কোয়াডে তো থাকবেই। রিংকু প্রথম একাদশেও খেলবে। কিন্ত বাদ পড়ার খবরটা জানার পর ওর মন পুরো ভেঙে গেছে। ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছে। বারবার বলছিল, প্রথম একাদশ তো দূর, ১৫ জনের দলেও সুযোগ পায়নি। তবে, দলের সঙ্গে সফর করতে পারবে, এটাই একটা আশার ব্যাপার।’