শেখ জামালকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিডেট। আবাহনীকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ২৩তম লিগ শিরোপা এনে দিলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। টানা ১৪তম জয়ে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো আবাহনী।
আজ মঙ্গলবার সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাট করা শেখ জামাল নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান করে। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।
২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফিফ হোসেন, আনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের হাফসেঞ্চুরিতে জয় তুলে নেয় আবাহনী। আফিফ ৮৮ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৩ রান করে তাইবুর রহমানের বলে আউট হন। বিজয় ৮০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় সাইফ হাসানের শিকার হন। তবে সামনে থেকে নেতৃত্ব দেয়া মোসাদ্দেক ৫৪ বলে ৪টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
শেখ জামালের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পান শফিকুল ইসলাম।
টস হেরে এর আগে ব্যাটিং পায় শেখ জামাল। যেখানে শুরুতে আবাহনীর বোলাররা যে বোলিং করেন তাতে মনে হচ্ছিল দুশোর নিচেই গুটিয়ে যাবে শেখ জামাল। কিন্তু বাজে বাজে শুরুটা তারা প্রথমে কাটিয়ে উঠে সাকিব আল হাসানের ব্যাটে।
দীর্ঘ ছুটি কাটিয়ে এই ম্যাচে ফিরেই সাকিব চমৎকার ব্যাটিং করলেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৫৬ বলে খেললেন ৪৯ রানের ইনিংস। হাঁকালেন ৩ ছক্কা ও ২ বাউন্ডারি। ওপেনার সৈকত আলীর ব্যাট থেকেও শেখ জামাল পায় ৪১ রানের ইনিংস।
মাঝে দলের ইনিংসকে সুসংহত করেন অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। ৬৪ বলে তার ৪১ রানের ধৈর্যশীল ইনিংস দলকে সাহস যোগায়। আর সেই সাহসেই ভর করে ৯ নম্বরে ব্যাট করতে নামা জিয়াউর রহমান জিয়া খেললেন চলতি টুর্নামেন্টে নিজের সেরা ইনিংস। ৫৮ বলে তার ৮৫ রানের ইনিংস শেখ জামালকে এনে দিলো ম্যাচে আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর মতো সঞ্চয়। ৮ ছক্কা ও ৬ বাউন্ডারিতে বিকেএসপির মাঠে আবাহনীর বোলাদের ইনিংসের শেষভাগে বেচারা বানিয়ে দিলেন জিয়া।
আবাহনী বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট ভাগাভাগি করে নেন। দুটি উইকেট দখল করেন নাহিদুল ইসলাম।