আমাদের সময়-ওয়ালটন বিশ্বকাপ কুইজ: ফ্রিজ পেলেন খলিল, টিভি শিরিনার

ক্রীড়া প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪, ২১:৩৮
শেয়ার :
আমাদের সময়-ওয়ালটন বিশ্বকাপ কুইজ: ফ্রিজ পেলেন খলিল, টিভি শিরিনার

গত বছর স্বাগতিক ভারতকে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া। উৎসবের পুরোটা সময় আমাদের সময়ের পাশে ছিল ইলেক্ট্রনিক নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান ওয়ালটন। ভারত বিশ্বকাপ চলাকালীন আমাদের সময় ও ওয়ালটনের যৌথ আয়োজনে ছিল কুইজ প্রতিযোগিতা। হাজার হাজার ক্রীড়ানুরাগী এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। যেখানে প্রথম পর্বে প্রথম হয়ে ওয়ালটন রেফ্রিজারেটর পেয়েছেন সাদী মো. খলিল (দক্ষিণখান, ঢাকা)। দ্বিতীয় পর্বের বিজয়ী শিরিনার (মালিবাগ) হাতে উঠেছে ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। এ ছাড়া আরও অনেকে জিতেছেন পুরস্কার।

আজ সোমবার আমাদের সময়ের (তেজগাঁও) অফিসের কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, প্রধান প্রতিবেদক শাহজাহান আকন্দ শুভ, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, এজিএম বিজ্ঞাপন ও ভারপ্রাপ্ত হেড অফ মার্কেটিং রাশিদুল হাসান, অর্থ ও হিসাব বিভাগ ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ নুরুল আবছার, এইচআর ও অ্যাডমিন ম্যানেজার মোহাম্মদ মুসা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন ও সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুনসহ অন্যরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের সময়-এর নির্বাহী সম্পাদক মাঈনুল আলম বলেছেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের (পুরস্কার বিজয়ী) অতিথিরা এসেছেন। তারা যার যার জায়গা থেকে বিজয়ী হয়েছেন। প্রতিটি কুইজে তারা অংশ নিয়েছেন। অসংখ্য মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই ওয়ালটনকে। যারা দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি ও উৎপাদন করে আমাদের গৌরবান্বিত করেছে। ওয়ালটনের সহায়তায় আমরা এই কুইজ আয়োজন করেছি। আশা করছি এটা অব্যাহত থাকবে। ওয়ালটন এভাবেই আমাদের সময়ের পাশে থাকবে। দেশের ক্রীড়াঙ্গনের প্রায় সব জায়গায় তারা পৃষ্ঠপোষকতা করে থাকে। আমাদের সময় এ ধরনের কাজকে উৎসাহিত করে।’

---বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বলেছেন, ‘ওয়ালটন দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড। শুধু ক্রিকেট, ফুটবল নয়, সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে থাকে। ওয়ালটনের সঙ্গে আমাদের সময়ের সম্পর্ক অনেক দিনের। প্রতি বছর আমরা তাদের সঙ্গে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছি। কুইজে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই। ওয়ালটনের পক্ষ থেকে বিজয়ীদের জানাই অভিনন্দন।’

কুইজ প্রতিযোগিতায় প্রথম পর্বে আরও পুরস্কার ছিল। প্রথম পর্বের দ্বিতীয় পুরস্কার ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন শামীম (টঙ্গী), তৃতীয় রাইয়ান আকন্দ আসফি ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন (বিজয়নগর, ঢাকা)। চতুর্থ পুরস্কার ছিল ওয়ালটনের রাইস কুকার (৩টি)। তিন বিজেতা হলেন-তাছলিমা (বাড্ডা), জহির উদ্দিন আহমেদ (চট্টগ্রাম) ও শুভ (টঙ্গি)। প্রথম পর্বের পঞ্চম পুরস্কার ছিল ওয়ালটনের ব্লেন্ডার ৩টি। এ পর্যায়ের জয়ীরা হলেন- নাফিসা বিনতে মাসুম (সোনাগাজী, নোয়াখালী), হাবিব (ধানমন্ডি), তাওহিদ ইসলাম (বনানী)।

দ্বিতীয় পর্বে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ফেনীর সিরাজ। তিনি ওয়ালটনের ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন। তৃতীয় হয়েছেন মো. বিপ্লব (ছিলারচর, মাদারীপুর) জিতেছেন ওয়ালটন মাইক্রো ওয়েভ ওভেন। ৪র্থ পুরস্কার গ্যাস স্টোভ পেয়েছেন ৩ বিজয়ী- ইসরাত (ওয়ারী), সালমা আকতার (হালিশহর, চট্টগ্রাম) ও সারা (মিরপুর)। পঞ্চম পুরস্কার হিসেবে ওয়ালটন রাইস কুকার পেয়েছেন ৫জন। বিজয়ী হলেন- দীপা দেব (আগ্রাবাদ, চট্টগ্রাম), শাহিনা আক্তার (বি-বাড়িয়া), নাজিরউল্লা (নাজিমউদ্দিন রোড), পিংকি (বনানি) ও নাসরিন আক্তার (বিষ্ণুপুর, কুমিল্লা)।