ছয়বার বানরের কামড় খেয়েছেন কলকাতা ব্যাটার রিংকু!

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৪, ১৩:২০
শেয়ার :
ছয়বার বানরের কামড় খেয়েছেন কলকাতা ব্যাটার রিংকু!

রিংকু সিংকে মূলত সবাই চিনেছে গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতানের পর। এরপরও বেশ কয়েকটি ম্যাচে নিজের জাত চিনিয়েছে এই বাঁহাতি। তবে ব্যাট হাতে বোলারদের শাসন করলেও ভূতের ভয় পান তিনি। এমনকি একটি বানর একবার তাকে ছয়বার কামড় দিয়েছিল। আজ সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে নিজের এমন কিছু মজার মুহূর্ত জানালেন রিংকু।

রিংকু একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, কেউ যদি ভূতের গল্প করেন তা হলে রাতে একা ঘুমোতে পারেন না। তিনি বলেন, ‘আমি ছোটবেলায় একা ঘুমোতে পারতাম না। এখনও যদি কেউ ভূতের গল্প করে তা হলে আমি একা ঘুমোতে পারি না। খুব ভয় লাগে। এখন আমাকে রাতে একা ঘুমাতে হলে ঘরের লাইট জ্বালিয়ে রাখি।’

এছাড়া ছোট বেলায় একবার বাড়িতে বনরের কামড় খেয়েছিলেন রিংকু। একটি বানরই ছয়বার কামড় দিয়েছিলেন তাকে। রিংকু বলেন, ‘ছোট বেলাতে আমাদের গ্রামে প্রায়ই বানরের উৎপাত হত। একবার আমি বাড়ির বাইরে বসেছিলাম। একটা বানর এসে আমাকে কাম দিয়েছিল। একবার নয়, ছয়বার। আমাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমার মনে হয়, বানরটা আমাকে ভালবেসে ফেলেছিল। সেই কারণে এত বার কামড় দিয়েছিল।’

সেই পাঁচ ছক্কার গল্প আবারও বলেছেন তিনি, ‘আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, ঠিক মতো মারতে পারছিলাম না। শেষ ওভারে ২৯ রান দরকার ছিল। তখন ভেবে নিয়েছিলাম, যা হবে হোক, ছক্কা মারতেই হবে। তিন নম্বর ছক্কা মারার পরে বুঝে গিয়েছিলাম, পরের দুটিতেও মারতে পারব। সেটাই হয়েছে। সেই ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে ছিল। তাই জিতেছিলাম।’