বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই হওয়ার স্মৃতি ভুলে টি-টোয়েন্টি সিরিজে এখন ভারতের মুখোমুখি বাংলাদেশ। আজ রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলছে দুই দল। যেখানে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৪৬ রানের বড় লক্ষ্য দিয়েছে ভারত।
লাক্কাতুরায় আজ টস জিতে ব্যাটিং বেছে নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তৃতীয় ওভারেই ওপেনার স্মৃতি মান্ধানাকে সরাসরি বোল্ড করেন ফারিহা তৃষ্ণা। তবে ভারতের টপ অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন অবিচল। ত্রিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন আরেক ওপেনার শেফালি ভার্মা, ওয়ান ডাউন ব্যাটার ও উইকেটকিপার স্বস্তিকা ভাটিয়া ও অধিনায়ক হারমানপ্রীত। এর মধ্যে শেফালি ও স্বস্তিকাকে ফেরান ১৯ বছরের লেগ স্পিনার রাবেয়া খান। হারমানপ্রীতকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন।
রান পেয়েছেন পাঁচে নামা রিচা ঘোষও। ১৭ বলে ২৩ রান করা এই ব্যাটারকে ফেরান পেসার মারুফা আক্তার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে ভারত।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রাবেয়া। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে মারুফার শিকার ২ উইকেট। একটি করে উইকেট তৃষ্ণা ও ফাহিমার দখলে। ৩ ওভারে ২৯ রান দিয়ে এদিন বেশ খরুচে ছিলেন বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার।
ভারতের হয়ে এদিন অভিষেক হয় কেরালার অফ স্পিনার সাজানা সজীবনের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। রিতু মনি ও শরীফা খাতুনের জায়গায় খেলছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন।