পাকিস্তানের বিশ্বকাপ দল বাছাই করলেন ভারতের হার্শা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৬:১৭
শেয়ার :
পাকিস্তানের বিশ্বকাপ দল বাছাই করলেন ভারতের হার্শা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশিদিন বাকি নেই। আগামী জুনের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে গড়াচ্ছে চার-ছক্কার এই আসর। প্রত্যেকটি দলই ব্যস্ত তাদের দল গোছাতে। কোন ক্রিকেটারদের রাখা হবে, কারা বাদ পড়বেন সেটি নিয়েই চলছে কাঁটাছেড়া। সাবেক ক্রিকেটাররাও তাদের পছন্দের কথা জানিয়ে দিচ্ছেন। এই যেমন, পাশের দেশ পাকিস্তানের বিশ্বকাপ দলে যাদের দেখতে চান তার একটি তালিকা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে। 

হার্শা পাকিস্তান দলে অভিজ্ঞ ও প্রতিভাবান এবং ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য রাখার মতো ক্রিকেটারদেরই বাছাই করেছেন। টপ অর্ডারে হার্শা অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রেখেছেন সাইম আইয়ুব, ফখর জামান ও উসমান খানকে। এছাড়া হার্ড-হিটিংয়ের জন্য প্রসিদ্ধ আজম খানও সুযোগ পেয়েছেন হার্শার স্কোয়াডে। 

হার্শা ভোগলে দলে দেখতে চান শক্তিশালী তিন অলরাউন্ডার ইফতিখার আহমেদ, শাদাব খান ও ইমাদ ওয়াসিমকে। বলে-ব্যাটে দলের ভারসাম্য বজায় রাখতে পটু তারা। রিস্ট স্পিনার হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে হার্শা দেখতে চান আবরার আহমেদকে। 

পেস আক্রমণে পাকিস্তান দলকে নেতৃত্ব দিবেন শাহিন আফ্রিদি। তার সঙ্গে থাকবেন নাসিম শাহ ও মোহাম্মদ আমির। পেস বোলিং লাইনকে আরও শক্তিশালী করতে হার্শা স্কোয়াডে যুক্ত করেছেন হারিস রউফ ও জামান খানকেও। 

হার্শার মতে, পাকিস্তান দলের মূল শক্তি তাদের দলের ভারসাম্যতা। বিখ্যাত এই ধারাভাষ্যকার বলেন, ‘পাকিস্তান খুবই ভারসাম্যপূর্ণ দল। পরিস্থিতি অনুযায়ী দলের কম্বিনেশন ঠিক করার মতো সুযোগ আছে তাদের সামনে।’

বিশ্বকাপে হার্শার পছন্দের পাকিস্তানের স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদা খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ ও জামান খান।