কারস্টেন ও গিলেস্পিকে কোচ করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৪:৫৫
শেয়ার :
কারস্টেন ও গিলেস্পিকে কোচ করল পাকিস্তান

গুঞ্জন আগে থেকেই ছিল। অবশেষে তাই সত্যি হলো, পাকিস্তানের কোচ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি।

কারস্টেনকে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের জন্য কোচ করা হয়েছে। আর টেস্টের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গিলেস্পি। যেখানে সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ।

পিসিবি প্রধান মহসিন নাকভি আজ সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন। আজহার মেহমুদ বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।