অধিনায়ক মেসির যে ‘খুঁত’ ধরলেন রাকিতিচ
২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর দলটির অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেন লিওনেল মেসি। সেসময় বার্সেলোনা দলে ছিলেন ইভান রাকিতিচও। মেসিকে বিশ্বসেরা মানলেও তার অধিনায়কত্ব যে সবসময় ভালো ছিল না সেটিও উল্লেখ করলেন রাকিতিচ। খবর ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের।
গণমাধ্যমকে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রাকিতিচ বলেন, ‘মেসি ইতিহাসের সেরা, সে যদি চাইত এবং মনোযোগ দিত তাহলে সে বিশ্বের সেরা লেফট-ব্যাকও হতে পারত। যদিও সে অধিনায়ক হিসেবে সবসময় খুব ভালো পর্যায়ে ছিল না যে আপনাকে বলে দেবে কী করতে হবে।’
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার অধিনায়কের দায়িত্বে ছিলেন মেসি। এ সময়ে চ্যাম্পিয়ন্স লিগে সুবিধা করতে না পারলেও ২০১৯ সালে লা লিগার শিরোপা জিতেছিল কাতালানরা। এরপর বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে, ইন্টার মায়ামির হয়ে।
অন্যদিকে, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কাতালানদের হয়ে খেলেছেন রাকিতিচ। এরপর আবার ফিরে যান পূর্বের ক্লাব সেভিয়ায়। পরে তাকে সৌদি আরব থেকে আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে বর্তমানে সৌদি প্রো লিগের দল আল-শাবাবে খেলেন রাকিতিচ।