গুলেরের গোলে শিরোপার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ০৮:১২
শেয়ার :
গুলেরের গোলে শিরোপার আরও কাছে রিয়াল

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। গতকাল শুক্রবার রাতে এ জয়ের নায়ক ১৯ বছর বয়সী তার্কিশ ফুটবলার আরদা গুলের। 

এদিন ম্যাচের ২৯তম মিনিটে গুলেরের করা গোলেই জয় পেল রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে মাদ্রিদের এই দলটি। 

৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে রয়েছে বার্সেলোনা ৭০ পয়েন্ট নিয়ে। রিয়ালের লিগে আর ৫ ম্যাচ বাকি। আর ১৪ পয়েন্টে এগিয়ে কার্লো আনচেলত্তির দল। লা লিগা জিততে রিয়াল মাদ্রিদের আর ৪ পয়েন্ট দরকার। বার্সা পয়েন্ট হারালে সেটি হয়ে যাবে আরও সহজ।

এবারের মৌসুমটি বেশ ভালোই কাটছে রিয়াল মাদ্রিদের। লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগেও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উঠে গেছে সেমিফাইনালে। ফাইনালের পথে তাদের বাধা এখন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।