রোহিত-কোহলি নন, ভারতের ‘গুরুত্বপূর্ণ’ ক্রিকেটারদের নাম বললেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৯:৪৫
শেয়ার :
রোহিত-কোহলি নন, ভারতের ‘গুরুত্বপূর্ণ’ ক্রিকেটারদের নাম বললেন যুবরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আগামী জুনের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে চার-ছক্কার জমজমাট এই লড়াই। এই মুহূর্তে সবাই ব্যস্ত তাদের দল গোছাতে। পরিকল্পনা সাজাচ্ছে দলগুলোর নির্বাচক-কোচিং প্যানেল। প্রত্যেক দলই নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে স্বপ্ন দেখছে শিরোপা জয়ের। 

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দুই ক্রিকেটারের গুরুত্ব অতটা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। তার মতে, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ব্যাটার সূর্যকুমার যাদব ও পেসার জাসপ্রিত বুমরাহ। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন যুবরাজ। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে সেটিই ভারতের একমাত্র শিরোপা। এবার শিরোপা জিততে কে মূল ভূমিকা রাখতে এমন প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘সূর্যকুমার যাদব (ভারতের সবচেয় গুরুত্বপূর্ণ ক্রিকেটার)। কারণ, সে যেভাবে খেলে ১৫ বলের মধ্যেই খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে সে... ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সূর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হতে যাচ্ছে।’

বুমরাহর গুরুত্বও কম নয় যুবরাজের কাছে, ‘আমার মনে হয় বোলিংয়ে বুমরাহও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এবং আমি যুজবেন্দ্র চাহালের মতো একজন লেগ-স্পিনারকেও দলে দেখতে চাই কারণ সে সত্যিই ভাল বোলিং করছে।’ তবে সবমিলিয়ে যুবরাজের কাছে মূল খেলোয়াড় সূর্যকুমারই। 

এদিকে, বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে ভারত দলের সঙ্গে কে যাচ্ছেন সেটি নিয়ে চলছে জোর আলোচনা। দিনেশ কার্তিকের ফর্ম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুবরাজ। তবে একাদশে সুযোগ দিতে না পারলে তার মতো ৩৮ বছরের এমন অভিজ্ঞ ক্রিকেটারকে স্কোয়াডে রাখার বিপক্ষেও যুবরাজ। জুনিয়রদের মধ্যে সাঞ্জু স্যামসন ও রিশাভ পন্থের খেলায়ও সন্তুষ্ট যুবরাজ।