মৌসুম শেষ আর্জেন্টাইন তারকার, কোপায় খেলা নিয়ে সংশয়
চলতি মৌসুমে আর খেলতে পারবেন না চেলসির আর্জেন্টাইন তারকা এনসো ফের্নান্দেস। কুঁচকি সমস্যার কারণে অস্ত্রোপচার করানো হয়েছে তরুণ এই ফুটবলারকে। ফলে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের বাকি ছয় ম্যাচ খেলতে পারবেন না তিনি।
এনসোর চোটে সংশয়ে আছে আর্জেন্টিনাও। কারণ, আগামী জুন মাসেই শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। এনসোকে সেই দলে পাওয়া যাবে কি না সেটি নিয়ে বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ত্রোপচার করানোর পর গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে তার ক্লাব চেলসি। প্রিমিয়ার লিগের ক্লাবটি তাদের বিবৃতিতে জানায়, ‘কুঁচকির সমস্যায় এনসো ফের্নান্দেসের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন তার পুনবার্সন শুরু হবেবে। ২০২৩-২৪ মৌসুমের বাকি সময়ে তিনি মাঠের বাইরে থাকবেন।’
আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন এনসো। বিশ্বকাপের পরপরই গত বছরের জানুয়ারিতে ১১২.১১ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন তিনি। যদিও এখনো চেলসির হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তরুণ এই খেলোয়াড়।