বিতর্কিত ক্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুশফিক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এখন চর্চিত বিষয় নাঈম হাসানের বলে আবু হায়দার রনির ধরা মুশফিকুর রহিমের ক্যাচ। ক্যাচ বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল কি না সেটি নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মুশফিক।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচে প্রাইম ব্যাংককে ৩১৮ রানের লক্ষ্য দেয় মোহামেডান। রান তাড়ায় ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ উঠিয়ে দেন মুশফিক। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেটি তালুবন্দী করেন রনি।
তবে সেই ক্যাচটি বাউন্ডারি দঁড়ি ছুঁয়েছে কি না সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই সময় প্রায় ১০ মিনিট খেলাও বন্ধ ছিল। আম্পায়ারের সঙ্গে কথা বলেন প্রাইমের অধিনায়ক তামিম ইকবাল। তবে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তেই অটল থাকেন আম্পায়ার। ১০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক।
সেই বিতর্কের রেশ থেকে যায় ম্যাচের পরেও। ম্যাচের পর মোহামেডানের কারো সঙ্গে রীতি অনুযায়ী হাত মেলাননি তামিমরা।
আজ ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে বিতর্কিত সেই ক্যাচের একটি স্ক্রিনশট পোস্ট করেন মুশফিক। তাতে রনির পায়ের জায়গাটুকু লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করেন আর ক্যাপশনে লেখেন, ‘মাশা আল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন তিনটি ‘স্যালুট’ দেওয়া ইমোজিও। অর্থাৎ, আউট নিয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের ক্ষোভ যে এখনো রয়ে গেছে সেটিই বোঝা যাচ্ছে।