স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস শুরু
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে শুরু হয়েছে। আজ তিন দিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সহসভাপতি আহমেদুর রহমান।
প্রতিযোগিতায় বিকেএসপি, বাংলাদেশ পুলিশ, কোয়ান্টামসহ প্রায় ৩৫ টি দল/ক্লাবের প্রায় ৫০ জন পুরুষ ও নারী প্রতিযোগী সিনিয়র ও জুনিয়র বিভাগে অংশগ্রহণ করেছে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ।
আগামী ১২ থেকে ২০ মে উজবেকিস্তানে এশিয়ান সিনিয়র এবং জুনিয়র জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব হিসেবে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।